Saturday 13 March 2010

আবার বাংলাদেশে ভারতীয় আগ্রাসন

আবার বাংলাদেশে ভারতীয় আগ্রাসন: মুল্যবান খনিজ সম্পদ হারাচ্ছে বাংলাদেশ



আবার নতুন করে শুরু হয়েছে বাংলাদেশের উপর ভারতীয় আগ্রাসন। নিজেদের অনুগত সরকার ক্ষমতায় বসানো। দেশের সাংস্ক্রতিকে প্রভাবিত করার পর এবার ভারতে পরিকল্পনা সরাসরি আগ্রাসন। বহুদিন আগে থেকেই অনুমান করা হচ্ছিল বাংলাদেশের সিলেট সিমান্তে রয়েছে বহু মুল্যবান ইউরেনিয়মা। নিজস্ব প্রযুক্তি না থাকায় বাংলাদেশ ব্যর্থ হয়েছে এই খনিজ উত্তোলনে।

এবার চোখ পড়েছে ভারতের। সম্প্রতি তাদের আমেরিকা এবং রাশিয়ার সাথে করা পরমানু চুক্তি বাস্তবায়ন করতে হলে বিপুল পরিমান ইউরেনিয়াম প্রয়োজন। এই ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ে অবহিত থাকলে তারা চুপ রয়েছে। সেনাবাহিনীকে ও কোন প্রকার মুভমেন্ট না করার ব্যাপারে চাপ রয়েছে বলেও জানা গেছে। ইতি মধ্যেই ভারত মাটির নিচ দিয়ে খনন করা শুরু করে দিয়েছে। এই ব্যাপারে বাংলাদেশ যাতে কোন সতর্ক পদক্ষেপ নিতে না পারে সেই জন্য বিএসএফকে এই অন্ঞলে পরিবেশ অস্থির রাখতে বলা হয়েছে। তাদের পরিকল্পনা বাস্তবায়ন হলে আমরা আমাদের সবচেয়ে মুল্যবান খনিজ সম্পদ হারাতে যাচ্ছি।